উত্তরদিনাজপুর

সরকারি ত্রান না পাওয়ায় রায়গঞ্জ বিডিও দপ্তরে বিক্ষোভ তৃনমূল কংগ্রেসের

সরকারি ত্রান না পাওয়ায় শুক্রবার রায়গঞ্জ বিডিও অফিসের সামনে ক্ষতিগ্রস্তদের  সরকারি সাহায্যের দাবিতে বিক্ষোভ দেখালো তৃনমূল কংগ্রেস। গত শনিবার নববর্ষের দিন দুপুরে ১৫ মিনিটের ঝড় শিলা বৃষ্টিতেতে ব্যপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা।  জেলার ১৫২ মৌজার ১০ হাজার হেক্টার জমির ফসলে ক্ষতি হয়েছে বলে কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছিল ।  জেলার রায়গঞ্জ সহ বেশ কিছু ব্লকের উপর দিয়ে বয়ে গেছে ব্যপক ঝড় শিলাবৃষ্টি। এক প্রকার মাথায় হাত হড়েছে কৃষদের।  ঝড় ও শিলা  বৃষ্টিতে ভুট্টা, গম,পাট এবং সব্জীচাষে ব্যপক ক্ষতি হয় কৃষদের ।   শিলাবৃষ্টিতে বহু  কাচা  বাড়ির  টিনের চাল ভেঙে গেছে। একদিকে কৃষির ক্ষতি অন্যদিকে বাড়ির ঘরের ক্ষতি দুই ক্ষতিতে গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছে।  ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের  সরকারি সাহায্যের দাবিতে শুক্রবার দুপুরে  রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ বিডিও দপ্তরে বিক্ষোভ দেখান তৃনমূল কংগ্রেস।  তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রায়গঞ্জের ১১ নাম্বার বীরঘই গ্রাম পঞ্চায়েতে ২৫০০ টি বাড়ি শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হলেও স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে  মাত্র ৪০০ টি ত্রিপাল প্রদান করা হয় । বাকি ২১০০ ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন এখনো । ব্লক প্রশাসনের এই ক্ষতিগ্রস্থদের বিষয়ে কোন হেলদোল নেই। তৃনমূল কংগ্রেস এই ক্ষতিগ্রস্তদের সাহায্যে জন্য স্থানীয় বিডিও র  কাছে স্মারকলিপি দেন এদিন।  তার সাথে  কৃষকদের ক্ষতি হওয়া ফসলের ক্ষতি পূরন না পাওয়া গেলে এবং  তাদের দাবি পুরন না হলে আগামী সোমবারে  তারা বিডিও দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন। পড়ে বিডিও এই বিক্ষোভের তৃনমূল নেতৃত্বকে জানান  তিনি জেলা শাসকের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন বলে  আশ্বাস দিলে পরে  পরিস্থিতি স্বাভাবিক হয়।